মেনু নির্বাচন করুন
ভিশন ও মিশন

বর্তমান বিশ্বে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি দেশের অথনৈতিক উন্নয়নের মাধ্যম হিসেবে বিবেচিত। বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী নারী। অর্থনৈতিক কর্মকান্ডে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন দেশের সার্বিক অগ্রগতির অন্যতম শর্ত। সে লক্ষ্যে দেশের শিক্ষিত বেকার মহিলাদের কম্পিউটার  এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থান  ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে “জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প (৬৪ জেলা)” গৃহীত হয়েছে। বর্তমানে প্রকল্পের আওতায় শিক্ষিত বেকার মহিলাদের অগ্রাধিকার প্রদানসহ আগ্রহী ছাত্রীদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত “কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন”  এবং “গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং” কোর্সে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। কম্পিউটার প্রশিক্ষণ ও তথ্য যোগাযোগ প্রযুক্তিকে কাজে লাগিয়ে নারীরা আত্ম-কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। এছাড়া প্রকল্পটি উদ্যোক্তা সৃষ্টি ও কর্মক্ষেত্রে  দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নারীদের আর্থিক ও সামাজিক ক্ষমতায়নসহ ডিজিটাল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ সরকারের অর্থে দেশের মোট ৬৪ জেলায় এ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।