বাংলাদেশের জনগোষ্ঠীর প্রায় অর্ধেকই নারী। নারীর ক্ষমতায়ন বাংলাদেশ সরকারের একটি প্রধান লক্ষ্য। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ডিজিটাল নাগরিক হিসেবে নারীর আত্মপ্রকাশ তথ্যপ্রযুক্তিতে প্রধান হাতিয়ার হিসেবে কাজ করছে। বাংলাদেশের প্রেক্ষাপটে নারীরা অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আইসিটি প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা তাদের এ দক্ষতাকে ব্যবহার করে যে কোনো কাজ করে নিজে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে এবং দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে পারে। শুধু তাই নয়- আইসিটি প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা আইসিটি ক্ষেত্রে কাজ করে অনেক বৈদেশিক মুদ্রাও আয় করতে পারে। তাই তথ্যপ্রযুক্তিতে নারীদের এগিয়ে নিতে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এ ক্ষেত্রে সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপগুলোর মধ্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ (৬৪ জেলা) শীর্ষক প্রকল্পের মাধ্যমে নারী প্রশিক্ষণার্থীবৃন্দ প্রশিক্ষণ গ্রহণপূর্বক কম্পিউটার ও তথ্য যোগাযোগ প্রযুক্তিকে কাজে লাগিয়ে আত্ম-কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। এছাড়া প্রকল্পটি উদ্যোক্তা সৃষ্টি ও কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে মেয়েদের আর্থিক ও সামাজিক ক্ষমতায়নসহ ডিজিটাল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
দেশের শিক্ষিত বেকার মহিলাদের অগ্রাধিকার প্রদানসহ আগ্রহী ছাত্রীদের কম্পিউটার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে “জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ (৬৪ জেলা)” শীর্ষক প্রকল্প ০৫ নভেম্বর ২০১৩ তারিখে অনুষ্ঠিত একনেক সভায় অনুমোদিত হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত “কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন” এবং গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং” কোর্সের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। বাংলাদেশ সরকারের অর্থায়নে বর্তমানে দেশের মোট ৬৪টি জেলা সদরে প্রকল্পটির (৩য় পর্যায়) কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে যার প্রাক্কলিত ব্যয় ১১৮.৭৯২৫ কোটি টাকা এবং মেয়াদকাল জুন ২০২৩ সাল পর্যন্ত (৩য় সংশোধিত)।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত ৬ (ছয়) মাস মেয়াদি “কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন” ও “গ্রাফিক্স ডিজাইন ও মাল্টিমিডিয়া প্রোগ্রামিং” কোর্সে দেশের ৬৪ জেলায় ৪৮৬০৬ জন শিক্ষিত বেকার মহিলাদের অগ্রাধিকার প্রদানসহ আগ্রহী ছাত্রীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের কর্মসংস্থান এবং যোগাযোগ প্রযুক্তি নির্ভর করে উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। এ পর্যন্ত মোট ৩৫৮১১ জন শিক্ষিত বেকার মহিলাকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং উভয় কোর্সে ৩২০৭ জনের প্রশিক্ষণ চলমান রয়েছে। ২০২১-২২ অর্থ বছরে জানুয়ারি-জুন ২০২২ সেশনে “কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন“ ও “গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং” কোর্সে দেশের ৬৪ জেলায় প্রশিক্ষণ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। প্রশিক্ষণ সম্পন্নকারী মোট ৩৫৮১১ জনের তথ্য ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রশিক্ষণ সম্পন্নকারীদের মধ্যে চাকুরী পেয়েছেন ৩২৮৮ জন, আউটসোর্সিং এর মাধ্যমে আয় করেন ৩৮০ জন, উদ্যোক্তা ৩৫১ জন, ব্যবসা করে ৯০ জন এবং ৩১৭০২ জন অন্যান্য/ব্যক্তিগত/পারিবারিক আইটি সংশ্লিষ্ট কাজের মাধ্যমে আয় করে থাকেন। এছাড়া এ প্রকল্পের আওতায় ৬৪ জেলা প্রশিক্ষণকেন্দ্রে প্রশিক্ষণ সম্পন্নকারীদের মধ্য হতে মোট ৩৫২০ জনের ইন্টার্ণী করার সুযোগ রয়েছে। তাদের প্রত্যেকের মাসিক ভাতা ৩০০০/-টাকা । প্রতি ব্যাচে ৪ জন করে বছরে ২ব্যাচে ৬৪ জেলায় মোট ৫১২ জন ইন্টার্ণী করার সুযোগ পেয়ে থাকেন।